দ্বীপ নিউজ ডেস্ক:-
মহেশখালী লিডারশীপ আইসোলেশন সেন্টারে প্রথমবারের মত ব্যক্তি উদ্যোগে ফল ফ্রুটস পাঠালেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এড.সাঈদুর মজুমদার৷ মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপির পক্ষ থেকে এড. সাঈদুর মজুমদার আজ দুপুর ১২ঘটিকার সময় আইসলোশন সেন্টারে ফল ফ্রুটস পৌছে দেন৷ এড.সাঈদুর মজুমদারের ভাই তোফায়েল আইসলোশন সেন্টারে দায়িত্বরত ডা.শারমিন এর হাতে ফল ফ্রুটস তুলে দেন, এসময় উপস্থিত ছিলেন নন-গেজেটেড কর্মচারী ক্লাবের আহবায়ক ও মধুয়ার ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ মুনির উদ্দিন, ছাত্রনেতা শওকত ইসলাম, আব্দুল্লাহ আল নোমান৷