অনলাইন ডেস্ক:
স্বাধীনতার মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখা কর্তৃক শোকসভা অনুষ্টিত হয়েছে।
বৃহাস্পতিবার (২৭ আগষ্ট) মহেশখালী লিডারশীপ হাই স্কুলের হল রুমে উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ¦ সাজেদুল করিমের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এড শেখ কামাল, সেলিম উল্লাহ সেলিমের পরিচালানায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
উক্ত শোক সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম।
এতে আরো বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের মাষ্টার মাহাবুব আলম,উপ প্রচার সম্পাদক এহছানুল করিম, যুবলীগ নেতা আহসান উল্লাহ, দেলোয়ার হোসেন, আজিজুল হাসান রনি, জিল্লুর রহমান মিন্টু, ছালামত সিকদার , সামিদুল ইসলাম, খোরশেদ আলম, মো: কাসেম, পৌর যুবলীগের আহবায়ক মো: মামুন, যুগ্ন আহবায়ক নেওয়াজ কামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগের এত সব অর্জনের পিছনে যুবলীগের অক্লান্ত পরিশ্রম রয়েছে আওয়ামীলীগের দূদিনে যুবলীগের ভাইরা হাল ধরে সার্বিক সহযোগিতা করার ফলে দল আজকে ক্ষমতায় এসেছে, আমরা চাই মহেশখালী উপজেলা যুবলীগ সব সময় দেশ ও দশের কল্যানে কাজ করে যাবে।
জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বলেন, এই করোনা মহামারীতেও আমার দলের নেতা র্কমীরা আজকে এখানে উপস্থিত হয়েছে, এটাই প্রমান করে আপনাদের মাঝে ঔক্য রয়েছে এবং থাকবে সব সময়। তিনি আরো বলেন দ্রুত সময়ে উপজেলা যুবলীগের কাউন্সিল সম্পন্ন করা হবে বলে ও জানান তিনি।
এসময় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ইসমাইল সিআইপি, এড নুরুল ইসলাম সায়েম, রেজা আল নাহিয়ান, মোশারফ হোসেন সিকদার, মোনাফ সিকদার, আমির হোসেন, রিগেন আরাফাত, ইসহাক ও আরিফ উল্লাহ খান।
সভায় আরো উপস্থিত ছিলেন কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওসমান সরওয়ার, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজ মিয়া বাশি, সাধারণ সম্পাদক নুরল আমিন, ছোট মহেশখালীর সাধারন সম্পাদক মাষ্টার এনাম, হোয়ানক সাধারন সম্পাদক জাফর আলম জফুর, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদ উল্লাহ সায়েম, যুবলীগের নজরুল ইসলাম, রাহামত উল্লাহ,জসিম উদ্দিন, শামিম শাহনেওয়াজ, সরওয়ার, নজরুল ইসলাম, হেফায়ত উল্লাহ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দু শুক্কুর, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি রিপন উদ্দিন, মোজাম্মেল হক, কাইছার ছিদ্দিকী সোহেল সহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সকালে শোক দিবস উপলক্ষে খতমে কোরান , দুুপরে আলোচনা সভা, পরে বিকালে বৃক্ষরোপনের মধ্যদিয়ে দিন ব্যাপী এই আয়োজন শেষ হয়।