নিউজ দ্বীপ ডেস্ক:
আগামী ১১ এপ্রিল প্রথম দফায় দেশের ৩৭১ ইউনিয়ন পরিষদ, ১১ পৌরসভার নির্বাচন এবং ১ টি সংসদীয় আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন গত ৩ মার্চ।
ইতিমধ্যে আওয়ামী লীগ এসব নির্বাচনের জন্য ৫ মার্চ থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে দুই বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে সরকারের বেশ কয়েকটি অগ্রাধিকার প্রকল্প হওয়ার ফলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে মাতারবাড়ী ইউনিয়নটি। গত ৩রা মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী মাতারবাড়ী ইউনিয়নের নির্বাচনও আগামী ১১ এপ্রিল। চেয়ারম্যান পদে দৌড়ঝাঁপও বেড়েছে অসংখ্য প্রার্থীর।
ইতিমধ্যে মাতারবাড়ী থেকে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় নমিনেশনের জন্যে দলীয় কার্যালয় থেকে নমিনেশন ফরম সংগ্রহ করে জমাদেয় ১০ জনের মতো চেয়ারম্যান প্রার্থী।
আগামীকাল ১৩ মার্চ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের ডাকা সভায় দলীয় নমিনেশন ঘোষণার সম্ভাবনাও রয়েছে বলে জানাযায় একাধিক সূত্রে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দ্বিতীয় টুঙ্গিপাড়া খ্যাত মাতারবাড়ীতে দলীয় প্রতীক নিয়ে প্রবীণ আওয়ামী লীগ, তৃণমূলের সকল নেতাকর্মীদের মাঝে চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ। কে পাচ্ছে দলীয় প্রতীক? এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সর্বত্রে।
ঢাকা সহ একাধিক সূত্রে জানতে পারি, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক পাওয়া ক্ষেত্রে আলোচনায় ওঠে আসছে দুটি নাম তাহলো মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক চৌধুরী রুহুল ও মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিনের।
স্থানীয় এই দুই দলীয় নমিনেশন প্রত্যাশীর সমর্থক গোষ্ঠী সহ তাঁদের কর্মীদের মাঝেও নানান চিন্তা বিরাজমান।
সর্বোপরি ঢাকা সূত্রে জানা যায়, আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এই দুই নেতার অবস্থান সমান্তরাল বলে জানতে পারি।
নানা পেশা – বিভিন্ন শ্রেণীর মানুষ নানা জল্পনা কল্পনা নিয়ে বসে আছে আগামীকাল শনিবারের নমিনেশন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়।