ছবি: সংগৃহীত
দিল মোহাম্মদ কুতুবী (কুতুবদিয়া)
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার (৬ জুলাই) একজন রোহিঙ্গাসহ কক্সবাজার জেলার ২৮ জনের করোনা পজিটিভ হয়েছে।
আজ মোট করোনা স্যাম্পল টেস্ট হয়েছে ১৫৯ জনের।
সোমবার নতুন শনাক্ত হওয়া কক্সবাজার জেলার ২৮ জনের মধ্যে রয়েছে -কক্সবাজার সদর ১০ জন, রামু ৩ জন, উখিয়া ৩ জন, টেকনাফ ২জন, চকরিয়া ২জন, পেকুয়া ৪জন, কুতুবদিয়া ৩জন এবং রোহিঙ্গা-১
আজ ৬ ই জুলাই কুতুবদিয়া উপজেলার আক্রান্ত ৩ জন হলো: রিয়াসাত মোঃ ইস্তিয়াক (৩০) কুতুবদিয়া কৃষি অফিস, নুরুল আবছার (৩০) ধূরুং ব্র্যাক অফিস এবং ফরিদুল আলম (৬০) দক্ষিণ অমজাখালী, বড়ঘোপ।
বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.জয়নাল আবেদীন।