1. dwipnews24.info@gmail.com : Dwip News 24 :
  2. editor@dwipnews24.com : Newsroom :
'আজ পবিত্র জুমআতুল বিদা' | দ্বীপ নিউজ
March 30, 2023, 8:16 pm
শিরোনাম :
সৌদি আরবে বাস দুর্ঘটনায় মহেশখালীর ২ প্রবাসী নিহত, এলাকায় চলছে শোকের মাতম   মহেশখালীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নাগরিক সমাজের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  মাতারবাড়ি সড়কে ডাকাতির অভিযোগে রুবেল নামের এক যুবককে আটকের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন  মাতারবাড়ী – চালিয়াতলি সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে সাইকেল দেওয়া না দেওয়া নিয়ে যা বললেন প্রধান শিক্ষক বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা কর্তৃক মৎস্যজীবীদের অর্থ সহায়তা প্রদান মাতারবাড়ীতে সীমানা প্রচীর নিয়ে বিরোধের জের ধরে অতর্কিত হামলা, গুরুতর আহত ১ পূণ্যভূমি সিলেট বসেছিল কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পিকনিক ও বার্ষিক সাধারণ সভা রজভীয়া নূরীয়া মহেশখালী উপজেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্টান সম্পন্ন ডুসাম’র নতুন নেতৃত্বে হাসান – আমিন

‘আজ পবিত্র জুমআতুল বিদা’

  • আপডেটের সময় : শুক্রবার, মে ২২, ২০২০
  • 127 ভিউ

আ.স.ম মিছবাহ উদ্দীন আরজু

১২ মাসের সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মোবারক। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। আর রমজান মাসের একটি জুমার দিন মানে এক শ্রেষ্ঠর সঙ্গে আরেক শ্রেষ্ঠর সম্মিলন। এ দিনে রমজানুল মুবারকের পাশাপাশি জুমার শেষ ১০ দিনের অতিরিক্ত বৈশিষ্ট্য ও মর্যাদা রয়েছে।

১২ মাসের সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মোবারক। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। আর রমজান মাসের একটি জুমার দিন মানে এক শ্রেষ্ঠর সঙ্গে আরেক শ্রেষ্ঠর সম্মিলন। এ দিনে রমজানুল মুবারকের পাশাপাশি জুমার শেষ ১০ দিনের অতিরিক্ত বৈশিষ্ট্য ও মর্যাদা রয়েছে। এ দৃষ্টিকোণ থেকে ‘জুমাতুল বিদা’ সম্মান ও শ্রেষ্ঠত্বের দিক দিয়ে নিঃসন্দেহে অপরাপর জুমার তুলনায় অনেকগুণ বেশি।

রমজান মাসের শেষ জুমার দিনই মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। জুমাতুল বিদার গুরুত্ব অনুধাবন করার জন্য দুটো বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন।
১. মাহে রমজানের মর্যাদা ও বৈশিষ্ট্য।

২. সপ্তাহের ভেতরে জুমার দিনের মর্যাদা ও বৈশিষ্ট্য।

রমজান পবিত্র কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার মাস। এ মোবারক মাসেই রাসূল (সা.)-কে নবুওয়ত ও রিসালাতের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। এ মাসেই একটি বরকতময় রজনী রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। আর শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদ। এ দিবসে এমন একটি সময় আল্লাহ রেখে দিয়েছেন, যা দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! শুক্রবার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (খুতবা ও নামাজের) ছুটে আস এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা বুঝতে পারো।

হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিবস এবং জুমার নামাজ আদায়ে অশেষ সওয়াব ও নেয়ামত। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি অকারণে তিন জুমা নামাজ কাজা করেন- তিনি যেন পবিত্র ইসলামকে অবজ্ঞা করলেন, আর তার অন্তরে মরিচা পড়ে গেল।

মহানবী (সা.) এক জুমার দিনে ইরশাদ করেছেন, ‘হে মুসলিমগণ! এ দিনকে আল্লাহপাক ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। সুতরাং এ দিনে গোসল করো এবং যার কাছে সুগন্ধি রয়েছে সে সুগন্ধি ব্যবহার করো আর অবশ্যই এ দিনে মেসওয়াক ব্যবহার করো।‍

জুমাতুল বিদার আরেকটি বিশেষ তাত্পর্য এই যে, এ রমজান মাসের শেষ শুক্রবার হজরত দাউদ (আ.) জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং সেখানে গড়ে তোলেন মসজিদে আল আকসা বা বায়তুল মোকাদ্দাস, যা বায়তুল্লাহ ও মসজিদে নববীর পর তৃতীয় পবিত্রতম স্থান। তাই প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বের সব মুসলমান বায়তুল মোকাদ্দাসে ইহুদিদের অবৈধ দখলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে থাকে এবং ইসরাইলের দখল থেকে পবিত্র ভূমি মুক্ত করার শপথ গ্রহণ করে। এ জন্য রমজান মাসের শেষ শুক্রবারকে আল কুদস দিবসও বলা হয়।

একে একে আমরা রহমত, মাগফিরাত ও ক্ষমার তিন ধাপই অতিক্রম করতে চলেছি। আমরা মাহে রমজানের অতীব গুরুত্বপূর্ণ জুমাতুল বিদা আদায় করতে যাচ্ছি। আমাদের এখন হিসাব-নিকাশ মেলানো দরকার, অর্জনের পবিত্র এ মাসে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। নাকি যে তিমিরে ছিলাম সে তিমিরেই রয়ে গেছি! মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ইবাদত বন্দেগির মাধ্যমে জুমাতুল বিদার খায়ের ও বরকত হাসিল করার তওফিক দান করুন।

লেখক-
শিক্ষক ও গণমাধ্যম কর্মী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!