1. dwipnews24.info@gmail.com : Dwip News 24 :
  2. editor@dwipnews24.com : Newsroom :
ইয়াবার নিরাপদ রুট হিসেবে ব্যাবহার হচ্ছে মহেশখালী! | দ্বীপ নিউজ
May 27, 2023, 11:46 pm
শিরোনাম :
‘শানে সাহাবা খতিব কাউন্সিল’ মহেশখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মহেশখালীতে একাধিক মামলার পালাতক আসামি মকসুদ গ্রেফতার HCYCS এর উদ্যোগে এসএসসি ও সমমানের শিক্ষার্থী এবং হোয়ানকের জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মহেশখালীতে ঈদ উপলক্ষে সড়কে ডাকাতিরোধে থানা পুলিশের অভিযান- রিদোয়ান ডাকাত আটক মহেশখালীতে লোহার রড মাথায় পড়ে ১ বৃদ্ধার মৃত্যু দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাস দুর্ঘটনায় মহেশখালীর ২ প্রবাসী নিহত, এলাকায় চলছে শোকের মাতম   মহেশখালীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নাগরিক সমাজের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  মাতারবাড়ি সড়কে ডাকাতির অভিযোগে রুবেল নামের এক যুবককে আটকের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

ইয়াবার নিরাপদ রুট হিসেবে ব্যাবহার হচ্ছে মহেশখালী!

  • আপডেটের সময় : রবিবার, মে ২, ২০২১
  • 305 ভিউ
ফাইল ছবি

আ ন ম হাসান: 

ইয়াবা ব্যাবসায়ীদের কাছে এখন নিরাপদ রুট হিসেবে ব্যাবহার হচ্ছে মহেশখালী ৷ সাম্প্রতিক সময়ে দুইটি বড় বড় ইয়াবার চালান উদ্ধারের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহেশখালী উপজেলা ৷

পুরো মহেশখালীকে মরনঘাতী ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীরা গ্রাস করে ফেলেছে। পূর্বে ইয়াবার এত ছড়াছড়ি না থাকলেও গত দু’বছর ধরে জ্যামিতিক হারে বাড়ছে ইয়াবা ব্যবসায়ীর সংখ্যা। এর ভিতরে মহেশখালীতে ইয়াবার দুটি বড় বড় চালানও আটক হয়। তারপরেও ভাটা পড়েনি ইয়াবা ব্যবসায়।

সচেতন মহল মনে করছেন- প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহেশখালীতে বর্তমানে ইয়াবার জোয়ার বইছে। নাকের ডগায় ইয়াবা ব্যবসায়ীরা ঘুরাঘুরি করলেও তা আটক হচ্ছেনা অজ্ঞাত বা বিশেষ কোন কারণে !

দীর্ঘ সময় ধরে অনুসন্ধান করে জানা যায়, বিগত ২/৩ বছর আগেও মহেশখালীতে ইয়াবার তেমন রমরমা ব্যাবসা ছিলোনা ৷ ইয়াবা ট্যাবলেট অনেকটা দুর্লভ বস্তুর মতো ছিলো । আইনশৃংখলা বাহিনীর শক্ত অবস্থান ও তৎকালীন থানা পুলিশের নিয়মিত অভিযান থাকায় দেদারসে ইয়াবা ব্যবসা চলতে পারেনি ৷ সেসময় টেকনাফ থেকে ইয়াবার ছোট ছোট চালান বিভিন্ন রুট পরিবর্তন করে আসতো এ দ্বীপে। বিশেষ করে তখল চরাঞ্চল গুলোতে ইয়াবা বেচাকেনার প্রক্রিয়াটি সম্পন্ন হতো। কিন্তু ইদানিং ইয়াবা ব্যবসার পরিমাণ অভাবনীয় হারে বেড়েছে। মূলত বার্মা থেকে ট্রলারে করে নিরাপদে ইয়াবার চালান মহেশখালীতে খালাস করে দেশের অন্যান্য জায়গায় সরবরাহ করা যায়, আর এটিকে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।

অনুসন্ধানে আরো জানা যায়, মহেশখালীর চরাঞ্চল এলাকা বিশেষ করে মহেশখালী পৌরসভার চরপাড়া, কুতুবজোম ইউনিয়নের চরপাড়া, সোনাদিয়া, তাজিয়াকাটা, ঘটিভাঙ্গা, বরদিয়া, হোয়ানকের মোহরাকাটা, কেরুনতলী, টাইমবাজার, ছোটমহেশখালীর মুদিরছড়া, জালিয়াপাড়া, মাতারবাড়ি, ধলঘাটায় নদীপথে ইয়াবা গুলো প্রবেশ করে। সেসব ইয়াবা পৌরসভা, বড়মহেশখালী, কালারমারছড়া, শাপলাপুরে ইয়াবা মজুদ রেখে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। ইয়াবা খালাসে পৌরসভা, বড়মহেশখালী, কুতুবজোম, কালারমারছড়া ও মাতারবাড়ির প্রভাবশালীদের ছত্রছায়ায় শক্তিশালী সিন্ডিকেট প্রত্যক্ষ ভূমিকা রাখে। এতে ক্ষমতাসীন দলের কয়েক নেতাকর্মীও জড়িত বলে জানা যায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মহেশখালীর দুইটি জেটি ঘাটে প্রশাসনের তেমন কার্যকর তৎপরতা না থাকায় রাতের অন্ধকারে টেকনাফ ও মায়ানমার থেকে যে কোন অবৈধ পণ্য নিয়ে ট্রলার ভীড়তে পারে। এই সুযোগে ঘাটের লোকজনের সাথে আতাত করে নিরাপদে ইয়াবার চালান লোড আনলোড করা হয়। এই ঘাটে প্রশাসনের নজরদারী বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল ৷

এদিকে মহেশখালী থানা সূত্রে জানা যায়, প্রদীপ কান্ডের পর মহেশখালী থানার পুরো পুলিশ টীম পরিবর্তন হয়ে নতুন টীম আসে। নতুন এই টীম যোগদানের পর তেমন কোন ইয়াবার চালান উদ্ধার হয়নি। তবে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে তারা। এরই মধ্যে গত ২৯মার্চ দিবাগত রাতে সর্ববৃহৎ ইয়াবার চালানটি উদ্ধার করা হয় গোরকঘাটা সিকদার পাড়ার মাওলানা জাকারিয়ার পুত্র সালাহ উদ্দীনের পোড়া গাড়ির ভিতর হতে ৷ উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৬ লাখ ২০ হাজার বলে পুলিশের রেকর্ড সূত্রে জানা যায়।

এতোবড় ইয়াবার চালান উদ্ধার করা হলেও কার্যত কোন আসামী গ্রেপ্তার না হওয়াতে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছ। তবে মামলাটি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানান।

কক্সবাজার জেলার দ্বিতীয় সর্ববৃহৎ ইয়াবার চালানটি মহেশখালী থেকে উদ্ধারের পর ইয়াবা বিস্তারের ঘটনাটি সর্বত্র আলোচনায় চলে আসে। জনমনে প্রশ্ন জাগে, এ দ্বীপে ইয়াবা ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয়দাতা কারা ? তবে অনেকে মনে করছেন ইয়াবা ব্যবসার সাথে রাজনীতিবিদ ও অনেক জনপ্রতিনিধি সম্পৃক্ত রয়েছে।

উল্লেখ্য যে, গত বছরের ৫মে ছোট মহেশখালীর ডেইলপাড়া থেকে দেড় লাখ পিছ ইয়াবা সহ দুজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো মোহাম্মদপুরের মো. সোলাইমান মিয়ার ছেলে নুর মোহাম্মদ ও টেকনাফ সাবরাং-এর আইয়ুব আলীর ছেলে মো. করিম উল্লাহ। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয় (ঢাকামেট্টো-ম-১১-১২৯১)।

এ ঘটনায় ছোট মহেশখালীর ওসমান মেম্বার সহ কয়েকজনের নামে মামলা হলেও আদৌ কোন আসামী গ্রেপ্তার হয়নি। নানান ঘটনার আলোকে
ঐ ঘটনাটিও চাপা পড়ে যায়।

উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রজেক্টের মহেশখালী ফোকাল পার্সন আজিজুল হক জানান, “মহেশখালীতে মাদকের ছড়াছড়ির কারণে পরিবার ও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং বেড়ে চলছে সহিংসতা। সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাদক নির্মূলের বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!