সংবাদ বিজ্ঞপ্তি:
“উইংস মেধাবৃত্তি – ২০২১” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷
৪ মে সকাল ১১ ঘটিকায় মহেশখালীর সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ অডিটোরিয়ামে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। উইংসের সভাপতি সাজ্জাদ হোসেন পলাশের সভাপতিত্বে এবং উইংসের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান খোরশেদ ও উপ-প্রচার সম্পাদক আসিফ রহমান সৌরভ এর যৌথ সঞ্চালনায় আয়োজিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য ও উইংসের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জনাব মোহাম্মদ এরফান উল্লাহ (অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জ এবং উপদেষ্টা – উইংস), জনাব মোহাম্মদ ইয়াছিন (উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী উপজেলা), জনাব মুহাম্মদ আবুল হাশেম (সিনিয়র সহকারী সচিব ও মাননীয় মেয়রের একান্ত সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন), জনাব আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী (সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহেশখালী উপজেলা), জনাব আব্দুল হাই পিপিএম (অফিসার ইনচার্জ, মহেশখালী থানা), জনাব সরওয়ার কামাল (পরিচালক – কক্সবাজার চেম্বার অব কমার্স এবং উপদেষ্টা – উইংস), জনাব হুমায়ুন কবির আযাদ (প্রধান শিক্ষক, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়), জনাব মোহাম্মদ আলী (পরিচালক – আইসিটি, এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশ এবং উপদেষ্টা – উইংস), এম. শহীদুল এমরান (এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড), জনাব ছৈয়দুল করিম (ব্যবস্থাপনা পরিচালক – তিশা এন্টারপ্রাইজ ও যুগ্ম সাধারণ সম্পাদক – মহেশখালী সমিতি ঢাকা এবং শুভাকাঙ্খী – উইংস), জনাব তৌকির ওসমান (উপদেষ্ঠা, উইংস), জনাব মোশাররফ আজিজ (সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, উইংস) প্রমুখ। পবিত্র কুরআন তিওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ উইংস কর্তৃক প্রকাশিত স্মরণিকা বা ম্যাগাজিন “দ্বীপাঞ্চলের উইংস” এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উইংসের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান খোরশেদ এছাড়াও উইংসের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য তৌফিকুল হক সম্রাট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালমান এম রহমান ও প্রচার সম্পাদক রাশেদ খাঁন মেনন। সেইসাথে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মণ্ডলীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন।
ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেড এ ৬৩ জন সহ মোট ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট ও ম্যাগাজিন প্রদান করা হয়। সেইসাথে এইবার উইংস মেধাবৃত্তি-২০২১ এ অংশগ্রহণকারী ৬০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে সার্টিফিকেট প্রদান করা হয়৷
উইংস পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন যেন, উইংসের এইসকল কার্যক্রম অব্যাহত থাকে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতায়,
সাজ্জাদ হোসেন পলাশ (সভাপতি, উইংস)
এস্তাফিজুর রহমান খোরশেদ (সাধারণ সম্পাদক, উইংস)