মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড চিকনীপাড়ার স্থায়ী বাসিন্দা চিকনীপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার এহছান আলী চৌধুরীর চতুর্থ সন্তান নুরুল আলম (৬৮) ও তার সহধর্মিণী লুৎফুন্নাহার (৬৪), সাংবাদিক সারওয়ার আজম মানিক ও সাংবাদিক মিছবাহ উদ্দীন আরজু’র চাচা-চাচীর মৃত্যুতে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের শোক প্রকাশ।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি (শনিবার) নুরুল আলম ইন্তেকাল করেছিলেন, ঠিক আজ ২৭ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১টার সময় ওনার সহধর্মিণী লুৎফুর নাহার ইন্তেকাল করেছেন।
এক সপ্তাহের মধ্যেই দু’জন মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায়, মরহুম এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।