দ্বীপ নিউজ ডেস্ক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ীর পুরান বাজারস্থ ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (এফসিসি) কতৃক আয়োজিত আন্ত: মাতারবাড়ী টি-২০ টূর্ণামেন্টের ২য় আসরের ট্রপি উন্মোচন ও ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ২৫ জানুয়ারি সোমবার রাত ৮ টায় মাতারবাড়ী পুরান বাজারস্থ এফসিসির কার্যালয়ে উক্ত ট্রপি উন্মোচন ও ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল, উক্ত টি-২০ টূর্ণামেন্টের দাতা সাবেক এমইউপি আল কুদ্দুস মাহমুদ।
মাতারবাড়ীর ইতিহাসে প্রথম বারেরমতো স্থানীয় ১৬ টি টিমের সমন্বয়ে নকআউট পদ্ধতিতে সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মে আগামী ২৮ শে জানুয়ারি উক্ত টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ মাতারবাড়ী পুরান বাজার হাজী ঈসমাইল নুর ষ্টেডিয়ামে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত ট্রপি উন্মোচন অনুষ্ঠানে টূর্ণামেন্ট স্পনসর হিসাবে উপস্থিত ছিলেন, ম্যান অব ম্যাচ এবং সিরিজ – আব্দুল্লাহ আল কাইয়ুম, সেরা ফিল্ডার – গ্লোবাল নেটওয়ার্ক, সেরা ব্যাটসম্যান – নুর হোছাইন সওদাগর, সেরা বোলার – মোহাম্মদ হেফাজ (মাতারবাড়ী লাইব্রেরি এন্ড কম্পিউটার ফোকাস), আম্পায়ার জার্সি – মোহাম্মদ আজম।
এছাড়া, উক্ত টূর্ণামেন্টের দুই খেলা পরিচালক আম্পায়ার সাইফুল ইসলাম মানিক, গোলাম মোস্তাফা, টূর্ণামেন্ট পরিচালনা কমিঠি এফসিসির কার্যনির্বাহী সদস্য গণ ও টূর্ণামেন্টের আওতাধীন ১৬ টি টিমের অধিনায়ক, টিম ম্যানেজার সহ আমন্ত্রিত সম্মানিত অতিথি গণ উপস্থিত ছিলেন।