সংবাদ বিজ্ঞপ্তি:
গত ১৯শে ফেব্রুয়ারি শুক্রবার বিকাল চারটায় মহেশখালীর ঠাকুরতলা-ডেইলপাড়ায় প্রতিষ্ঠিত বেসরকারি গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির বাষির্ক সাধারণ সভায় বই পড়ার প্রতি গুরুত্বারোপপূবর্ক বই পড়ে আলোকিত জীবন গড়া যায় বলে মত প্রকাশ করেন।
গ্রন্থাগারের কাযার্লয়ে এডভোকেট মুহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুরআন তেলওয়াত করেন মোহাম্মদ ফরহাদ রেজা, স্বাগত বক্তব্য রাখেন মাওলানা শাকের উল্লাহ, গ্রন্থাগারের বাষির্ক প্রতিবেদন ও কর্মপরিকল্পনা পেশ করেন সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আলম ও সহ অর্থ-সম্পাদক জনাব হেলাল উদ্দিন। গ্রন্থাগারের চট্টগ্রাম উপকমিটির সদস্য সচিব জনাব ছালামত উল্লাহর উপস্থাপনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ঢাকা উপকমিটির সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, গ্রন্থাগার উন্নয়ন ও নিবন্ধন উপকমিটির সদস্য সচিব জনাব নুরুল হাশেম, গ্রন্থাগার ব্যবস্থাপনা ও রক্ষণা-বেক্ষণ উপকমিটির সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন কাজল, কক্সবাজার উপকমিটির সদস্য জনাব আব্দুল নবী, গ্রন্থাগারের ক্রীড়া ও দপ্তর সম্পাদক জনাব ইমরান উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আবু বকর সিদ্দিক আকিব, জনাব এম. জামাল উদ্দিন সুমন, জনাব মোঃ আবু জাফর, জনাব মুহাম্মদ সাইফুদ্দিন, জনাব মুহাম্মদ আলম রুবাইদ প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গ্রন্থাগারের গঠনতন্ত্র, উপকমিটির কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন ও কর্মপরিকল্পনা অনুমোদিত হয়। জনাব মাওলানা ছালামত উল্লাহর মোনাজাতের মাধ্যমে উক্ত সভা শেষ হয়।