কক্সবাজার পুলিশের ফেসবুক হতে:
আজ ২৩ সেপ্টেম্বর ২০২০খ্রিঃ কক্সবাজার জেলার পুলিশ লাইনস ড্রীল শেডে নবাগত সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম -সেবা মহোদয়ের অভ্যর্থনা এবং বিদায়ী সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার নবাগত সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম -সেবা মহোদয় এবং কক্সবাজার জেলার বিদায়ী সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়। আরো উপস্থিত ছিলেন কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগন সহ বিভিন্ন পদমর্যাদা এর কর্মকর্তা ও কর্মচারী গন, ডিবি, ডিএসবি, কোর্ট পুলিশ এবং ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীগন, বিভিন্ন ক্যাম্প, ফাড়ি এবং তদন্ত কেন্দ্রের কর্মকর্তা – কর্মচারীগন, সকল সিভিল স্টাফ এবং আরআই সহ পুলিশ লাইনসের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যগন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিপি -সেবা মহোদয়কে স্বাগত জানান এবং বিদায়ী পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের সাথের কর্ম কালের স্মৃতির রোমন্থন করেন।
এরপরে জেলা পুলিশ, কক্সবাজারের পক্ষে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান,পিপিএম-সেবা মহোদয়কে আনুষ্ঠানিক ভাবে বরন করা হয় এবং বিদায়ী পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়কে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে পুলিশ সুপার হিসেবে কক্সবাজার জেলার কর্ম কালের স্মৃতি রোমন্থন করেন এবং সকল পুলিশ সদস্যকে সহযোগীতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নবাগত পুলিশ সুপার মহোদয় এর জন্য শুভকামনা জানান।
নবাগত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার এর জন্য পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান এবং উপস্থিত সকল পুলিশ সদস্যকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল পুলিশ সদস্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এরপূর্বে নবাগত এবং বিদায়ী পুলিশ সুপার মহোদয়দ্বয়কে পুলিশ লাইনস এ অভিবাদন জানানো হয়।
অনুষ্ঠান এর পরবর্তীতে নবাগত এবং বিদায়ী পুলিশ সুপার মহোদয়দ্বয় হিমছড়ি ফাড়ীর জন্য ক্রয় করা নতুন পিকাপের চাবি হস্তান্তর করেন।