শোকবার্তা..
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বুধবার (৮ জুলাই) বিকালে কক্সবাজার জেলা শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য তিনি, কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ছিলেন বেশ কিছুদিন, অতঃপর করোনা জয়ের পর সুস্থ হয়ে বাড়ী ফিরে আসেন। হঠাৎ শরীরের অবস্থার অবনতি হলে জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তাঁহার মৃত্যুতে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিএম ছমি উদ্দিন শোক এবং শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে প্রকৃত ত্যাগী নেতাদের আমরা দিন দিন হারাচ্ছি, জানি নাহ এই অপূর্ণতা কখন পূর্ণ হবে পরিশেষে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।