অনলাইন ডেস্ক:-
করোনা ভাইরাস ভয়াল থাবায় যেখানে পর্যটন নগরী কক্সবাজার থমকে গিয়েছে সেখানে পর্যটন নগরীর একমাত্র বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী কর্মীদের কর্মচারীদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ফোনে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি টেলিমেডিসিন সেবা ব্যবস্হা করেছে জেলা যুবলীগ নেতা এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহঃ রেজিস্টার কুতুব উদ্দিন।
এই ধরণের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে কুতুব উদ্দিন জানান আমার নিজ উদ্যোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেলি মেডিসিন টিম গঠন করেছি। এই উদ্যোগের সাথে ট্রাস্টি বোর্ড এ-র কোন পক্ষেরই কোন সম্পৃক্ততা নেই। জাতির এই ক্রান্তিকালে আমাদের বিশ্ববিদ্যলয়ের অসংখ্য শিক্ষার্থী প্রত্যন্ত এলাকায় থাকে। এই লকডাউনে তারা শহরে এসে চিকিৎসা সেবা না পেয়ে চরম বিপাকে পড়ছে। তাই সকল শিক্ষক/ শিক্ষার্থী/ কর্মকর্তা/ কর্মচারীদের সহযোগীতার উদ্দেশ্যে একটি টেলিমেডিসিন টিম গঠন করা হয়েছে। উপরোক্তদের মধ্যে কেউ যদি কোন শারীরিক সমস্যার সম্মুখীন হন তাহলে নিন্মলিখিত বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে থেকে ওভার টেলিফোনে যোগাযোগ করে চিকিৎসাসেবা পেতে পারেন। চিকিৎসাসেবা পাওয়ার জন্য টেলিমেডিসিন টিমের নিম্নোল্লোখিত সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
★টেলিমেডিসিন টিমের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ-
১. ডাক্তার খাইরুননেছা মুন্নি (এফসিপিএস)বিশেষজ্ঞ গাইনি এন্ড অবস্( যোগাযোগের সময় বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টাকা)
২. ডাক্তার ফরহাদ মেডিসিন বিশেষজ্ঞ ( সপ্তাহে তিন দিন।)
৩. ডাক্তার জাহিদুল মোস্তফা( হৃদরোগ বিশেষজ্ঞ) সহকারী অধ্যপক কক্সবাজার মেডিকেল কলেজ।
যোগাযোগের সময় প্রতিদিন দুপুর ১২.৩০ থেকে ১.৩০ পর্যন্ত।
৩. ডাক্তার সামিয়া রাহিল, গাইনি এন্ড অবস্থা
যোগাযোগের সময়- রবিবার, সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬ টাকা।
৪. ডাক্তার রিপন চৌধুরী, আইসোলেশন বিশেষজ্ঞ
যোগাযোগের সময়- বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উপরোক্ত বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেতে শুধু মাত্র কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের সদস্যরা নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করুন।
১. কুতুব উদ্দিন- ০১৯২৯৭৭৭৪৪৪
২. মইন উদ্দিন- ০১৬১১১৭১২৭
৩. ওয়াসিফ কবির- ০১৮৭৮০৮৫০৩৯
৪. সাখাওয়াত হোসেন- ০১৮২৪৮০৬৮৮৯
৫. মো. আরিফ- ০১৭৬৪৪৬০৭৮৩
বিঃদ্রঃ এ-ই সেবা শুধুমাত্র কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের সদস্যদের জন্য সীমাবদ্ধ।
কপি:-CW বাংলা