আ ন ম হাসান: মহেশখালী
কক্সবাজার জেলার সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কতৃক সেরা মহিলা করদাতা-২০২০ পুরুস্কারে ভূষিত হলেন মহেশখালীর সার্জিনা আক্তার।
জানা যায়, আয়কর বিভাগ চট্টগ্রামের উদ্যোগে ১১ ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০০ টায় ট্যাক্সেস ক্লাব, চট্টগ্রামে চট্টগ্রামস্থ কর অঞ্চলসমূহের সেরা করদাতাবৃন্দকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানের আয়ােজন করা হয়। সৈয়দ মােহাম্মদ আবু দাউদ, কর কমিশনার কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উত্ত অনুষ্ঠানে কর আপীল অঞ্চল, চট্টগ্রাম এর কর কমিশনার (আপীল) মােঃ হেলাল উদ্দিন সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷
উক্ত অনুষ্ঠানে ২০১৯-২০২০ কর বছরে কক্সবাজার জেলার সর্বোচ্চ মহিলা আয়কর প্রদানকারী হওয়ায় সার্জিনা আক্তারকে সম্মাননা দেওয়া হয় ৷
উল্লেখ্য যে, সার্জিনা আক্তার কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সহধর্মিণী ৷
নিজ এলাকার লোকদের কাছে অত্যন্ত মমতাময়ী নারী হিসেবে পরিচিত, যিনি কক্সবাজার জেলায় মহেশখালীর নাম উজ্জ্বল করলেন। উনার এই সাফল্যে পুরো মহেশখালীবাসী গর্বিত।