কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান:-
সম্মানিত পৌরবাসী,
আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।
আপনারা নিশ্চয় অবগত আছেন গত ৩১ মে থেকে কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য বিভাগ জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ অর্থাৎ করোনা আক্রান্ত রোগীদের ঘরে ঘরে গিয়ে এবং সিনড্রম দেখা দেয়া রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে আসছে। এ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের নমুনা সংগ্রহ করেছে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা।
আগামীতে আরও সুন্দরভাবে যেন মানুষের কল্যাণময় এইকাজ চলমান রাখা যায় সে জন্য আমি ইতোমধ্যে ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৬ লাখ টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছি। এমন বাস্তবতায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার পাশাপাশি স্বল্প সময়ে আরও বেশি সংখ্যক রোগীদের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ২৭ জুন ২০২০ইং থেকে কক্সবাজার শহীদ দৌলত ময়দান (পাবলিক লাইব্রেরী মাঠ) এবং রুমালিয়ারছড়াস্থ (জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কর্যালয়) পিটিআই মাঠে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ৬ দিন সম্পূর্ন বিনামূল্যে নমূনা সংগ্রহ করা হবে। সে ক্ষেত্রে যাদের উপসর্গ রয়েছে শুধুমাত্র তাদের নমূনা সংগ্রহ করা হবে।
এদিকে ২৭ জুন সকাল সাড়ে ১০টায় কোভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহের বুথগুলো যথাযথ নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধন করা হবে।
প্রিয় পৌরবাসী,
পৌরসভা কর্তৃক নির্ধারিত বুথে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে…
মুজিবুর রহমান
মেয়র
কক্সবাজার পৌরসভা।