ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: মিছবাহ উদ্দীন (আরজু):
বিশ্ব ব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে কক্সবাজার জেলার সচেতন মুয়াল্লিম পরিষদের ক্ষতিগ্রস্ত অসহায় সদস্যদের মধ্যে সহায়তার হাত বাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় পরিষদের অস্থায়ী কার্যালয় রামু দারুল উলূম চাকমারকুল মাদরাসায় “ফ্যামেলি প্যাকেজ বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম পর্যায়ে প্রায় অর্ধশত অসহায় সদস্যদের হাতে নির্দিষ্ট হাদিয়া তুলেদেন পরিষদের সম্মানিত উপদেষ্টা ও দায়িত্বশীলগণ।
৭ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় পরিষদের সদস্য হাফেজ আবুল হোসাইনের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত ও পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা নুরুল আমীন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত “ফ্যামেলি প্যাকেজ বিতরণ” অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক নছিহত পেশ করেন, পরিষদের সম্মানিত উপদেষ্টা ও রামু রাজারকুল মাদরাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা মোহসেন শরীফ সাহেব (দা.বা.) পরিষদের সম্মানিত উপদেষ্টা ও দারুল উলূম চাকমারকুল মাদরাসার সম্মানিত নির্বাহি পরিচালক হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব (দা.বা.) ও বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।
পরিশেষে মহান রবের দরবারে সকলের জন্য দু’আ কামনা এবং ফ্যামেলি প্যাকেজ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বার্তা প্রেরক-
প্রচার সম্পাদক
সচেতন মুয়াল্লিম পরিষদ, কক্সবাজার জেলা।