সরওয়ার কামাল (মহেশখালী)
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মরহুম নজর আলীর ছেলে কক্সবাজার জেলা ও দায়রা র্জজ আদালতের সিনিয়র আইনজীবী র্বতমান কক্সবাজার টেকপাড়া এলাকার বাসিন্দা ছালামত উল্লাহ রানা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি,,,,,,, রাজিউন। ২২ই জুন দিবাগত রাত ৯টা ২০ মিনিটের সময় চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তাঁর করোনা রিপোর্ট ‘পজেটিভ’ আসে। করোনা শনাক্ত হওয়ার দুই দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।
এডভোকেট ছালামত উল্লাহ রানা কক্সবাজার জেলা জাতীয়তবাদি আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি স্বচ্ছ ও প্রসিদ্ধ একজন আইনজীবী। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও ২ সন্তান সহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।