“মধ্যবিত্ত নীরবর কান্না”
দেশের করোনা মহামারি ও দূর্যোগময় পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়িয়ে মানবিকতায় পিছিয়ে নেই লোহাগাড়া থানা পুলিশ।
ফেইসবুক সূত্রে:-
হঠাৎ ফেইসবুক ফ্রেন্ড লিষ্টে থাকা এক মধ্যবিত্ত পরিবারের সদস্য নক করলো। অনেক কথা হলো… করোনায় মূলত তাদের পরিবার খুব অসহায়। বিষয়টি সাথে সাথে লোহাগাড়া থানার ওসি ( তদন্ত) রাশেদুল ইসলাম ভাইকে বললাম। সাথে সাথে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারকে খাদ্য সহায়তা দেয়…
লোহাগড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান:-করোনা ও দূর্যোগময় পরিস্থিতিতে অনেক পরিবার লোক লজ্জ্বার ভয়ে মানুষের কাছে ত্রানের জন্য যেতে পারছে না,এরা খুব অসহায়ত্ব অবস্থায় জীবন যাপন করতেছে।লোহাগাড়া থানায় যদি এরকম অসহায়ত্ব পরিবার থাকলে আমার সাথে যোগাযোগ করুন আমি ব্যক্তিগতভাবে পাশে থাকব ইনশাআল্লাহ।