শফিউল আলম (মহেশখালী)
করোনা ভাইরাস প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মহেশখালী থানা পুলিশের পক্ষ থেকে রাস্তার পথচারী ছাত্র – ছাত্রীদের মাস্ক বিতরণ করেন থানা পুলিশ।
রবিবার ২২ নভেম্বর সকালে উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন মহেশখালী – কুতুবদিয়া সিনিয়ন সহকারী পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, মহেশখালী থানা অফিসার ইনর্চাজ আব্দুল হাই, তদন্ত ওসি আশিক ইকবাল, সাংবাদিক তারেক আজিজ।
এসময় উপস্থিত এএসপি জাহেদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি করতে আমরা বিভিন্ন বাজারে গিয়ে আমরা ছাত্র -ছাত্রীদের এবং রাস্তার পথচারীদের কে মাস্ক বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মহেশখালী থানার ওসি বলেন, সরকারি ভাবে মাস্ক ব্যবহার ওপর গুরত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করার পাশাপাশি বিনামুল্যে মাস্ক বিতরণ করবেন। এ উদ্যোগ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন তিনি।