প্রতিবেদন:-.এম হোবাইব সজীব (মহেশখালী)
আবারোও মানবতার পরিচয় দিয়ে মহা-দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সময়ের গর্বিত পুলিশ বাহিনী। এমন মানবিক কাজ হাতে নিয়েছেন তারা অার কেউ নন কক্সবাজারের দুইজন গর্বিত পুলিশ কর্মকর্তা।
তাঁরা হলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)।
জানাগেছে, জেলা পুলিশ করোনারোগীদের জন্য একটি মানবিক উদ্যোগ হাতে নিয়েছে। জেলাব্যাপী করোনার এমন সংকটময় সময়ে কক্সবাজার জেলা পুলিশ দিচ্ছে একটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া, মুমূর্ষু রোগীদের পরিবহনসহ জরুরি চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্সটি নিয়ে ফ্রি সার্ভিস দেওয়া হবে। ক্লান্তিকালে এমন সেবার খবর ছড়িয়ে পড়লে সাধারণ লোকজন বলছেন জেলা পুলিশের এমন মহৎ উদ্যাগ আজীবন মনে থাকবে।
১৬ জুন মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ অফিস চত্বরে অ্যাম্বুলেন্স সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার জেলা পুলিশের (মূখপাত্র) মোহাম্মদ ইকবাল হোসাইনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানাযায়, জেলা পুলিশের সদস্যদের রেশন, পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত অনুদান এবং কয়েকজন প্রবাসী ব্যক্তির দানের অর্থ নিয়ে পুলিশ এমন উদ্যোগ হাতে নিয়েছে। কেবলমাত্র করোনারোগীদের অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। এটি পেতে পুলিশের ০১৭২৭-৬৬৬৬৬৬ নম্বর মোবাইল ফোন এবং ০৩৪১-৬৪০৪৮ নম্বর টিঅ্যান্ডটি ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে জেলা পুলিশের পক্ষে।