নিজস্ব প্রতিবেদক:
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কুতুবদিয়া চ্যানেলে “ডেনিশ” নৌকা উল্টে আবদুল হাই নামে মাতারবাড়ীর এক দৃষ্টিপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
আজ ২০ এপ্রিল (বুধবার) সকাল ১১টার সময় মাতারবাড়ী থেকে কুতুবদিয়া যাওয়ার পথে নৌকা ডুবে তার মৃত্যু হয় বলে জানা যায়।
জেএম দেলোয়ার নামের সাইরার ডেইল এলাকার এক যুবক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ আবদুল হাই মাতারবাড়ীর স্থানীয় ৯নং ওয়ার্ড সাইরার ডেইল এলাকার মৃত্যু ফরিদুল আলমের পুত্র। চোখের সমস্যাজনিত কারণে দীর্ঘ এক যুগ ধরতে তিনি চোখে দেখতে পাননা বলেও জানা যায়।
মৃত্যুকালে নিহত হাফেজ আব্দুল হাই ২ ছেলে সন্তানের জনক ছিলেন। এছাড়া, তিনি স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীর মেয়ে জামাই।