মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী:
দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৬নং ওয়াডস্থ নয়াপাড়া কৃষি সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং ১৪২২) এর ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী দায়িত্বশীলদের নিয়ে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ (শুক্রবার) রাত ৮টায় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে, এডহক কমিটির সদস্য মাষ্টার সৈয়দ আবদুল আজিজের সঞ্চালনায় হাফেজ আরফাতের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন- এডহক কমিটির সভাপতি মাষ্টার নুরুল হক। এসময় বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান, এডহক কমিটির সদস্য মাওলানা নুরুল আবছার।
অনুষ্ঠানে নির্বাচিত দায়িত্বশীলদের একের পর এক ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- নয়াপাড়ার সর্বস্তরের জনসাধারণ ও গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নির্বাচিত দায়িত্বশীল ও সদস্যরা তাদের ব্যাক্তিগত মন্তব্য পেশ করেন। সমিতির বিগত বছরের আয় ব্যায় এর হিসাব ঘোষণা দেন- এডহক কমিটির সদস্য মাষ্টার সৈয়দ আবদুল আজিজ।
উল্লেখ্য, গত ১১ফেব্রুয়ারি বৃহস্পতিবার কালারমারছড়া ইউপিস্থ নয়াপাড়া কৃষি সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সমিতির সকল সদস্যবৃন্দ শতস্পূর্তভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
সদস্যদের ভোটে সভাপতি- গিয়াস উদ্দীন, সহ-সভাপতি- মোকছুদ মিয়া, সম্পাদক- জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ- রাইসুল ইসলাস, সদস্য- মো: হোসাইন, আবদুল গফুর, আবুল হাসেম, হুবাইব উল্লাহ, আমির হোসাইন, ফরিদুল আলম, মো: ফোরকান ও নজির আহমদ নির্বাচিত হন।