মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি::
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ছামিরাঘোনা সংলগ্ন প্রধান সড়কে বেপরোয়া ব্যাটারি চালিত ইজিবাইক (টমটমে)’র ধাক্কায় কালারমারছড়া সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র সাজ্জাদ (৬) নিহত হওয়ার প্রতিবাদে এবং অদক্ষ টমটম, মিশুক ও সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় কালারমারছড়ার ছামিরাঘোনাস্থ প্রধান সড়কের ঘটনাস্থলে এই মানববন্ধটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- কালারমারছড়া সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার মোহতামিম মাওঃ মাহবুবুল আলম, মাওঃ ফরিদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মাস্টার সারওয়ার আলম বি.কম ও নুরুল আলম টিপু। এছাড়াও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আওয়ামিলীগ নেতা সেলিম চৌধুরী। মানববন্ধনে বক্তারা বলেন- অদক্ষ টমটম ড্রাইভারের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে, যার দরুন খালি হচ্ছে অনেক মায়ের কোল। এসময় তারা ঘটনার পর দিন থেকে মহেশখালী উপজেলা প্রশাসন কর্তৃক অদক্ষ টমটম ও মিশুক গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে পরিচালিত অভিযানকে স্বাগত জানান এবং এই অভিযান অব্যাহত রাখার জন্য মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতি আরও জোর দাবি জানান। মানববন্ধনে মাদ্রাসা ও স্কুলের ছাত্র শিক্ষক, স্থানিয় সংবাদকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেছেন। শেষে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদকর্মীদের সাথে নিয়ে মাওঃ মাহবুবুল আলম মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর শ্বারকলিপি প্রদান করেন। উল্লেখ্য যে, ১৭ নভেম্বর দুপুর ১২.৩০ মিনিটে নিহত সাজ্জাদ ও তার ৪ সহপাঠীরা সহ মাদ্রাসা ছুটির পর রাস্তার পাশ দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিল; হঠাৎ অপর দিক থেকে স্পীডে আসা বেপরোয়া টমটমটি তাকে সজোরে ধাক্কা দেয়, মাথা থেক প্রচুর রক্ত ক্ষরণ হয়। স্থানিয়রা সাজ্জাদকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।