মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী::
মহেশখালী উপজেলার কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে সমাজিক দূরত্ব বজায় রেখে সাম্প্রতিক মহামারী (কোভিড-১৯) করোনাভাইরাস প্রতিরোধে, ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র ও অসহায় ৭’শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ৫ জুন (শুক্রবার) সকাল ৯ টার সময় মহেশখালী উপজেলাস্থ কালারমারছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম বাকিবিল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি শামসুল আলম শাহী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফয়সল, মনজুর আলম, ছাত্রনেতা ফজলে আজিম ছিবগাতুল্লাহ, আরিফ মঈনুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।