মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার ৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।
আজ ২১ শে ফেব্রুয়ারি রবিবার মহান শহীদদের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, অর্ধনিমিত্ত করণ এবং কালো পতাকা উত্তোলন। ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে কালারমারছড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মসূচি টি পালিত হয়।
ভোরবেলায় প্রভাত ফেরিতে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদমিনারে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সঙ্গে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।