মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি):
“সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি” উক্ত স্লোগানকে সামনে রেখে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া বৃহত্তর কৃষি সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং ১৪২২) এর অফিসর শুভ উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে অফিসটির শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানটির প্রধান অতিথি কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকাল ৪ টার সময় উপজেলার কালারমারছড়া বাজারের উত্তর পাশে নয়াপাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
উক্ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জয়নাল আবেদিনের পবিত্র কোরআন তোলায়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুরু হয় এবং অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
নয়াপাড়া সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অনুষ্ঠানটির প্রধান অতিথি কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাসুদ কুতুবী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কাইছার উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য নয়ন মনি, এমইউপি সদস্য শরিফুল ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উক্ত কৃষি সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা মাস্টার নুরুল হক, উপদেষ্টা আবদুল আজিজ, সাবেক মেম্বার আহমদুল্লাহ, সাবেক সভাপতি আবদুর রহিম ভূট্টো সহ প্রমূখ।