দ্বীপ নিউজ ডেস্ক:
মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান করোনাকালীন তাঁর নির্বাচনী এলাকায় বিশেষ ভূমিকা রাখায় পূণরায় স্বর্ণপদক অর্জন করেছেন।
বুধবার ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিয়ন ফোরাম কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ” “বাংলা ভাষা ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা এবং কোভিট-১৯, মোকাবেলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, (এম,পি) মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রাণালয় মহোদয়।
উল্লেখ্য যে, চেয়ারম্যান কামরুল হাসান এর আগে একবার চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ট চেয়ারম্যান এবং সমাজ সেবায় অনন্য অবদানের জন্য এটি সহ মোট ৪ বার স্বর্ণপদক অর্জন করেন।
তিনি জানান, এই বিরল সম্মান অর্জন করা সম্ভব হয়েছে শুধুমাত্র ধলঘাটাবাসীর সহযোগিতা আর আন্তরিক ভালবাসায়। তিনি তাঁর এই পুরষ্কার ধলঘাটা বাসীর মাঝে উৎসর্গ করেন।