অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩০৭৩ টি। উক্ত নমুনা পরীক্ষার ভিত্তিতে গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯২৯ জন, তা নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৬১৫ জনে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সারাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪১২ জনে এবং নতুন করে ২২১১ জন সুস্থ হয়েছেন তা এ নিয়ে সারাদেশে মোট সুস্থ হলেন ২ লক্ষ ১৬ হাজার ১৯১ জন।
গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছে, দেশে করোনা সংক্রমণের আজ ১৮১ তম দিন।
আজ ৪ঠা সেপ্টেম্বর করোনা পরিস্থিতি নিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর।