শফিউল আলম: (মহেশখালী)
আগামী ৭/০২/২০২১ রোজ রবিবার ছোট মহেশখালীর ০৮ নং ওয়ার্ড মোহাম্মদ পুর (তেলী পাড়া) এলাকাবাসীর উদ্যােগে এক আজিমুশশান ঈদ – এ – মীলাদুন্ননবী (দঃ) মাহফিল ও সুন্নি সমাবেশ।
উক্ত সুন্নি সমাবেশে প্রধান অতিথিঃ মহেশখালী – কুতুবদিয়া মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
প্রধান আলোচকঃ বাংলাদেশের আলোচিত বক্তা আল্লামা শায়েখ সৈয়দ হাসান আল – আযাহারী সাবেক ভিপি আল আযাহার বিশ্ববিদ্যালয় মিশর, খতিব শাহাজানপুর গাউছুল আজম জামে মসজিদ ঢাকা।
বিশেষ অতিথিঃ জাহেদ বিন আলী চেয়ারম্যান ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ।
উক্ত সুন্নি সমাবেশে বিশেষ আলোচকঃ
মাওলানা নজরুল ইসলাম,আরবী প্রভাষক ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা চট্টগ্রাম।
বিশেষ আলোচকঃ আল্লামা ফরিদুল আলম রেজভী, খতিব হয়রত কুতুব আব্বাস শাহ (রহঃ) জামে মসজিদ ভাটিয়ারি চট্টগ্রাম।
বিশেষ আলোচকঃ শাহ্ মাওলানা রবিউল হোসাইন আল – কাদেরী, খতিব লালমিয়া চৌধুরী জামে মসজিদ, উরকির চর,চট্টগ্রাম।
বিশেষ আলোচকঃ আল্লামা জিয়াউল হক
প্রেশ খতিব মোহাম্মদ পুর জামে মসজিদ মহেশখালী।
আজিমুশশান ঈদ – এ – মীলাদুন্ননবী (দঃ) মাহফিল ও সুন্নি সমাবেশ সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল।
সভাপতিত্বে করবেনঃ মো নুরুল আলম, প্যানেল চেয়ারম্যান ও ০৮ নং মেম্বার।
নাতে পরিবেশনা করবেন আল-হাসনাঈন ইসলামী সংস্কৃতিক ফোরাম মহেশখালী।