ছবি: সাংবাদিক এম বশির উল্লাহ
দ্বীপ নিউজ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলায় বৃক্ষরোপন করেছেন কক্সবাজার-২ আসনে সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
মহেশখালীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলার বাবুর দীঘির পাড়ে ১৬ই জুলাই সকাল সাড়ে ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচি ফলজ গাছ রোপন করে এই কর্মসূচি উদ্বোধন করলেন সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার জামিরুল ইসলাম, মহেশখালী থানার নবাগত ওসি দিদারুল ফেরদৌস, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কক্সবাজার-২ আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক উপজেলার প্রতিটি নেতা কর্মীদের কে ৩টি করে বনজ,ফলজ ও ঔষুদি গাছ রোপন করার আহবান জানান।
উপস্থিত মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম মহেশখালী উপজেলায় ২০ হাজার গাছের চারা রোপন করা হবে জানান। তথ্য এবং ছবি: সাংবাদিক এম বশির উল্লাহ।