নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক দিবসে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র উদ্যোগে শনিবার সকাল ৮টায় মহেশখালী জাগিরাঘোনা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে নাস্তা বিতরণ করা হয়।
রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ- সহ সভাপতি ইকবাল বাহারের সঞ্চালনায় শেখ মুজিবের জীবনী সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সহ সভাপতি জসিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জং অর্থ সম্পাদক আরিফ মইনুদ্দীন, দপ্তর সম্পাদক সোহেল রানা,উপ দপ্তর সম্পাদক সৈয়দ নুর আজিজ, সদস্য শাহরিয়ার কবির, জাজাউল এহসান, ইরফান বাহার, প্রমুখ
মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন জাগিরাঘোনা জামে মসজিদের খতিব মাওলানা বশির আহমদ।