নিউজ ডেস্ক:
আগামী ২৪শে জানুয়ারী রোজ রবিবার মহেশখালী আসবেন যৌতুক বিরুধী আন্দোলনের অন্যতম প্রবর্তক, আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী মঃজিঃআঃ ও সিপাহতলী গাউসিয়া মুঈনীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, গাজীয়ে মিল্লাত আল্লামা শফিউল আলম নেজামী৷
বড় মহেশখালী মধুয়ারডেইল ইসলাম ডেকোরেটার্স মালিক-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে সম্মানিত আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন৷ পূর্ব জাগিরাঘোনা জামে মসজিদের পাশে ও মধুয়ার ডেইল কবরস্থান সংলগ্ন পূর্ব প্বার্শের মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে৷
উক্ত মাহফিলে উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসহাদ উল্লাহ সায়েম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এড.আবছার কামাল, দলিলুর রহমান এমইউপি, শফিউল আলম এমইউপি, কাজী মোহাম্মদ হোসাইন, কাজী নুরুল আবছার, কাজী জয়নাল আবদীন সহ এলাকার সমাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ৷ মাহফিলে সভাপতিত্ব করবেন মধুয়ারডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন কক্সবাজার জেলার সহ-সভাপতি মুহাম্মদ মুনির উদ্দিন৷
উক্ত মাহফিলে সর্বস্তরের মুসলমানকে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার আহবান জানিয়েছেন মাহফিল আয়োজক কমিটি৷