মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী প্রতিনিধি::
মহেশখালী উপজেলার প্রাচীন ও বৃহত্তম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া ঝাপুয়া (মাদ্রাসার) ৭৬তম বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলন আগামী ১৮,১৯ ফেব্রুয়ারি ২০২১ইং বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে বক্তব্য রাখবেন দেশের সুযোগ্য ও সুবিখ্যাত উলামায়ে কেরামবৃন্দ।
এ ছাড়াও সভায় বিগত বছরে হেফজ সমাপনকারী ছাত্রদের দস্তারে ফজিলত (পাগড়ি) প্রদান করা হবে।
দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলনে স্ব্যাস্থ্যবিধি মেনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামিয়ার প্রধান, মাওলানা মুফতি রিদওয়ানুল হক (০১৮১৫৮৪৯৫৪৩)।
এদিকে মহতি সভাকে সফলকাম করার জন্য রাত-দিন নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামিয়ার শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ। এলাকাবাসীরাও এ মাহফিলকে সফল করার লক্ষ্যে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
সভা উপলক্ষে পুরো জামিয়াজুড়ে সাজসাজ রব। বিশাল আয়োজনের প্রস্তুতিও ইতোমধ্যে শেষের দিকে। হাজার হাজার মুসলিম জনসাধারণের সমবেত হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এক বিশাল মাঠ।
জামিয়া ক্যাম্পাস, মসজিদ ও শ্রেণিকক্ষগুলোকেও আগত মেহমানদের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে এবং তাদের সাদরে বরণ করার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামিয়ার ভেতর-বাহির সর্বস্থানে সাজানো-গোছানোর অনুপম ছোঁয়া লক্ষ করা গেছে।