অনলাইন ডেস্ক:
কক্সবাজার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে যোগদান করেছেন ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ এর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকাল ২ টায় মহেশখালী থেকে ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজের নেতৃত্ব অসংখ্য নেতা কর্মীদের নিয়ে জেলার এক বিশাল বহর নিয়ে আনন্দ মিছিলে যোগ দেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়া খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে এস এম সাদ্দাম হোছাইনকে সভাপতি আবু মোঃ মারুফ আদনানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয় ।
নব নির্বাচিত জেলা ছাত্রলীগ কমিঠিকে বরণ করে এবং স্বাগত জানিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে উক্ত মিছিল বের হয়। উক্ত মিছিলে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাবৃন্দ উপস্থিত ছিলেন ।