দ্বীপ নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচীতে ১২ তম দিনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম.সাদ্দাম হোসাইন এর পক্ষ থেকে ইফতার বিতরণ করেছেন মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ও মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম।
আজ রবিবার ২৫ শে এপ্রিল মহেশখালী উপজেলার মাতারবাড়ীর বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল, কর্মহীন ও কর্মজীবী ও উত্তর সিকদার পাড়া ইসলামিয়া হাফেজখানাও এতিম খানা এবং নয়া পাড়া হাফেজ খানায় সাধারণ ছাত্রদের মাঝে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে পবিত্র মাহে রমজানের ১২ তম দিনে ইফতার বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে উক্ত ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ।
এসময় মহেশখালী উপজেলার ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম দ্বীপ নিউজ টোয়েন্টিফোরকে জানায়, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম ভাইয়ের নির্দেশে করোনাকালীন এই সময়ে অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।