নিউজ ডেস্ক:
“আমরাই গড়বই সবুজ পৃথিবী” এই লক্ষ্যকে সামনে রেখে গতকাল ২৮-ই জুলাই রোজ মঙ্গল বার বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংসদ “তারুণ্য সংসদ বাংলাদেশ” মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র তারুণ্য সংসদ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্তরা এবং কার্যকরী সদস্যরা।
উক্ত সংসদের সভাপতি: এম.মোরশেদ আলী সোহাগ বলেন, “আমরা পৃথিবী সবুজ রাখার যুদ্ধে যুদ্ধ করছি এবং অবিরত করেই যাব। এই-পৃথিবী সবুজ রাখতে পারলেই গোটা মানবজাতির অস্তিত্ব সঠিক থাকবে”। সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলমগির হোসাইন বলেন,”বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করতে পেরে আমাদের সবার অন্তরে খুবই ভালো লাগছে।
নিশ্চয় গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু”। উপস্থিত সকলে সবার প্রতি আহ্বান করেন যেন সবাই কমপক্ষে ৫টি করে গাছের চারা রোপন করেন।
উক্ত সংসদের আগামীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের আপামর জনসাধারণের কাছে দোআ ও সু-পরামর্শ কামনা করছেন উক্ত সংসদ মহেশখালী উপজেলা শাখারা দায়িত্বশীল বৃন্দ।