দ্বীপ নিউজ ডেস্ক:-
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা আল- আমিন একাডেমী পাশে সাঁকো বর্তমানে কালর্ভাট ৪ জানুয়ারি কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ গ্রামে গ্রামে কাচা রাস্তা পরির্দশন করতে যান। দীর্ঘদিন এ সাঁকো দিয়ে চলাচল করে আসছে স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরাসহ পথচারীরা । উক্ত স্থান পরির্দশন করে তারেক চেয়ারম্যান দ্রুত কালর্ভাট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি । চেয়ারম্যানের প্রতিশ্রুতি শুনে স্থানীয়রা হাততালি দিয়ে তারেক বিন ওসমান শরীফ কে স্বাগত জানান।
প্রতিশ্রুতির সাথে সাথে উন্নয়ন কাজ শুরু করেন ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। আজ একটি ব্যক্তিগত কাজে আধাঁরঘোনার আল আমিন একাডেমীস্থ বুধার পাড়া গিয়েছিলাম। যাওয়ার পথে হঠাৎ নবনির্মিত সাধারণ জনগণের অতীব গুরুত্বপূর্ণ কালর্ভাট টি চোখে পড়ে। ৪ জানুয়ারি উপরের ছবি’র সাঁকো পরির্দশন করে ছিলেন কালারমারছড়ার চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। পরির্দশনের সেই সাঁকো এখন এলাকাবাসীর স্বপ্ন পুরণের নবনির্মিত কালর্ভাট।