এস. এম. রুবেলঃ
মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা গ্রামে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম।
১৩ ই আগস্ট বিকেল পাঁচটায় পুটিবিলা প্রিজম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বস্ত্র হাতে পেয়ে দরিদ্র অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। তারা করোনার এই দুঃসময়ে উপজেলা প্রশাসন হতে সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ জামিরুল ইসলাম বলেন, মহেশখালী উপজেলার প্রায় প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতা পেলে তৃণমূল পর্যায়ে কাজ করতে সহজ হবে বলেও জানান তিনি। তাই ভবিষ্যতে সবার সহযোগিতা কামনা করেছেন। এসময় তিনি আরো জানান- পদোন্নতি জনিত কারণে তিনি শীঘ্রই টাঙ্গাইল জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। নতুন উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যিনি যোগদান করবেন তার পাশে থাকতে সবাইকে অনুরোধ করেন।