পাঠক: এম.উসমান নুরাঈন
বিশ্ব ব্যাপী কোভিট১৯ করোনা মহামারীর প্রকোপে বন্ধ হওয়া হাজার হাজার বেসরকারী শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক/কর্মচারীরা খুবই অসহায় আর মানবেতর জীবন যাপন করছেন।মাননীয় সরকারের ঘোষিত বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের প্রণোদনা দেয়ার কথা থাকলে ও অনেক প্রতিষ্ঠানর শিক্ষকরা তা পায়নি,এমন কি সরকারী কোন অনুদান পর্যন্ত তাদের দেওয়া হচ্ছেনা,বা পাচ্ছেনা,এখন তারা না পারতেছে কারো কাছে চাইতে আর না পারছে সইতে,এমতাবস্থায় যদি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান না খুলে দেওয়া হয় তাহলে অসহায়ত্ব আর আর্তনাদে হাজার হাজার শিক্ষকের জীবন বিপন্ন হবে।
এখানে বলা বাহুল্য যে, কওমি লাইনের অনেক প্রতিষ্টান খোলা আছে বা খুলে দিয়েছে চলমান,তাহলে ওখানে কি করোনায় সংক্রমিত হবেনা? যত জ্বালা শুধু সরকারী লাইনের বেসরকারী শিক্ষকদের,মেনে নিলাম জীবিকার তাগিদে অনেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক ধরনের কর্ম বেচে নিয়েছে যেমন টমেটো বিক্রি থেকে শুরু করে অনেক কিছু,,তার পর ও একটা কথা থেকে যায়,তা হলো কয়জনেই বা তা পারে?
এমতাবস্থায় যদি বেসরকারী শিক্ষকদের বেতন সম্পর্কিত বিষয়ে মাননীয় সরকার বাহাদুর কোন পদক্ষেপ না নেন,তাহলে অনেকে আত্ম হণনের পথ বেচে নিতে পারে,মাননীয় সরকার বাহাদুরের প্রতি আমাদের আকুল আবেদন যে কোন একটি সিদ্ধান্তে উপনিত হয়ে,হয়তো প্রতিষ্ঠান খুলে দেওয়া হউক আর তা না হলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন সম্বলিত কার্যকর একটি সিদ্ধান্ত নেওয়া জরুরী বলে মনে করি।
বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক / কর্মচারীদের জীবনমান রক্ষার্থে মাননীয় প্রধানমন্রীর সদয় দৃষ্টি আকর্ষন পূর্বক মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় গণ-র দৃষ্টি আকর্ষন করে আর্জি পেশ করছি।