নিউজ রুম
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর গতকাল সোমবার সারা দেশে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ইসলাম ধর্মে বা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। করোনা পরিস্থিতির কারণে এবারের ঈদ অনেকটাই ভিন্নভাবে উদযাপন করা হয়েছে সারাবিশ্বে। খুশিতে অনেটাই ভাটা পড়েছে সবার। তবে এর মধ্যেও ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের জাতীয় ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সাকিব-তামিম-মুশফিকরা – মাহমুদউল্লাহরা।
ছবি:-ফেইসবুক থেকে
পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে থেকেই ভক্তদের শুভেচ্ছা জানিয়ে সাকিব নিজের ফেসবুক পেজে লিখলেন, ’আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। নিরাপদ থাকুন।’
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে লিখলেন, ’আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। ঘরে থাকুন এবং নিরাপদ থাকুন।’
ফেইসবুক থেকে
দেশেরতারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ’পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন। ঈদ মোবারক।’
মাহমুদউল্লাহও ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক। দয়া করে ঘরে থেকে ঈদ উদযাপন করুন।’
বাংলাদেশ জাতীয় দলের টেষ্ট অধিনায়ক, কক্সবাজারের সন্তান মুমিনুল হক নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। ঘরে থাকুন, সুস্থ থাকুন’
এ ছাড়া জাতীয় দলের পেসার রুবেল হোসেন, সাব্বির রহমান ও নাসির হোসেনসহ অনেকেই দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।