অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করা ৫৪০৭ টি নমুনা পরীক্ষায় সারাদেশে ১১৬৬ জনের করোনাভাইরাস বা কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তা নিয়ে মোট শনাক্ত ৩৬৭৫১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫২২ জনে। এবং গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪৫ জন সুস্থ হয়েছেন। তা নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৭ হাজার ৫৭৯ জন
আজ ২৬শে মে মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ।
মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার প্রায়। তবে সাড়ে ২৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন সারাবিশ্বে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ।