দ্বীপ নিউজ ডেস্ক:
মহেশখালী উপজেলার ২নং ধলঘাট ইউনিয়ন পরিষদের চার বার স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান রাজধানী ঢাকা থেকে সপ্তাহ দুয়েক পর এলাকায় ফিরে আসলে তাঁর নির্বাচনী এলাকায় গণমানুষের দ্বারা সংবর্ধিত ও ভালোবাসায় সিক্ত হন।
বৃহস্পতিবার (২৮ শে জানুয়ারি) বিকালে তিনি ধলঘাটা ইউনিয়নের তরুণ, বৃদ্ধ ও যুবক সহ প্রায় ৫ শতাধিক জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন।
সপ্তাহ দুয়েক আগে থেকে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান চিকিৎসা ও রাজনৈতিক কাজে রাজধানী ঢাকাতে অবস্থান করেন। তিনি চিকিৎসা শেষে ২৮ জানুয়ারি নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসলে স্থানীয় নাছির মোহাম্মদ ডেইলে তরুণ, বৃদ্ধ ও যুবক সহ প্রায় ৫ শতাধিক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গণ সংবর্ধিত হন। এবং উক্ত সংবর্ধনা গণ মিছিলে পরিণত হয়েছে।
উক্ত মিছিল স্থানীয় নাছির মোহাম্মদ ডেইল ও মহিরাঘোনা হয়ে সুতরিয়া বাজার ও সাপমারাডেইল প্রদক্ষিণ করে সুতরিয়া বাজার চেয়ারম্যান বাড়ীর সামনে এসে থামেন।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক এমইউপি আব্দুল আজিজ, আওয়ামী নেতা জাবের আহমদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, শ্রমিকলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম পারভেজ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা তোফাইল, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, প্রবীণ আওয়ামিলীগ নেতা হাজী মোজাম্মেল হক, ওবায়দুল হক কোম্পানি, ছাত্রলীগ নেতা তানভিরুল আলম, হাজী শফিউল আলম, আব্দুল্লাহ, করিমদাদ, জসিম উদ্দীন, মনজুর আলম, মোক্তার সরদার, আওয়ামিলীগ নেতা আবুল কালাম আজাদ, সুতরিয়া বাজার কমিটির কোষাধ্যক্ষ আবু হানিফ মো নোমান, যুবনেতা ইমরুল কায়েস, টিপু সোলতান, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক রফিক, মামুন, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জিয়াবুল হক, সোনালী প্রদীপ সভাপতি রাশেদ কবির, বঙ্গবন্ধু পেশাজীবি সমিতির সভাপতি আক্কাস, শ্রমিকনেতা হুমায়ূন, আমজাদ,ইমন সহ ধলঘাটা ইউনিয়নের শিক্ষিত ও তরুণরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে চেয়ারম্যান কামরুল বলেন, আমি সপ্তাহ দুয়েক চিকিৎসা ও রাজনৈতিক কারণে রাজধানী ঢাকাতে অবস্থান করছিলাম। আমার অনুপস্থিতিতে আমার এলাকার সাধারণ জনতা আমাকে যেভাবে অনুভব করেছে তা আমাকে মুগ্ধ করেছে। আমি আমার এলাকায় অন্যান্য ইউনিয়নের চেয়ে কম উন্নয়ম করিনি তাই মানুষ আমাকে এতটা ভালোবাসি বলে মনেকরি। আমিও আগামী নির্বাচনে পূণরায় জনগণের সেবা করতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সর্বোপরি তিনি তাঁর এলাকার মানুষের কাছপ দোয়া কামনা করেছেন।