ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা জমা না দিলেও এক ব্যক্তিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন করতে গেলে ব্যাপারটি জানাজানি হয়। গোলাম রসুল (৬২) নামে ওই ব্যক্তি কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুরের বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে এমএলএসএস পদে কর্মরত ছিলেন। ২০১৭ সালে অবসর নেন তিনি।
এ বিষয়ে গোলাম রসুল জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে পুলিশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার বাড়ি লকডাউন করতে আসেন। তারা গোলাম রসুলকে জানান যে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েছে। এ সময় প্রশাসনকে তিনি জানান যে নাম নিবন্ধন করলেও নমুনা জমা দেননি তিনি।
তিনি আরো বলেন, আমার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। কিন্তু আমি নিয়মিত বাজার করতে বের হই। এর মাধ্যমে আমার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা নিশ্চিত করার উদ্দেশে নমুনা পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলাম। কিন্তু আমি নমুনা জমা দেইনি।
আর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন্নাহার বেগম।
তিনি বলেন, ঔ ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য নাম ঘোষণা করা হলে তার স্থলে অন্য কেউ নমুনা জমা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ওই ব্যক্তিকে খোঁজার চেষ্টা চলছে। কারণ ওই অজ্ঞাত ব্যক্তি নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মাধ্যমে অনেকেই সংক্রমিত হতে পারে।