এস এম রুবেল:
মাতারবাড়িতে আবারো প্রার্থী হচ্ছেন বর্তমান মহিলা ইউপি সদস্য ছকুন তাজ বেগম। নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে ইতিমধ্যে তিনি নির্বাচন কমিশনারের কাছ থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন।
এদিকে তার নির্বাচনী এলাকা ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গা ঘুরে সাধারণ মানুষদের সাথে কথা বললে তারা জানিয়েছেন, বিগত ৫ বছরে ইউপি সদস্যা ছকুনতাজ বেগম এলাকার মানুষের জন্যে কাজ করেছেন। অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দরিদ্র অসহায়দের সহযোগীতা, বিচারপ্রার্থীদের সহায়তা সহ নানান ভাবে নির্বাচিত এলাকার মানুষদের পাশে দাড়িয়েছেন। এলাকায় বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা সহ প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের ভাতা নিশ্চিত করা ছিল তার অন্যতম সাফল্য। তাই এবারেও ছকুনতাজ বেগমকে ইউপি সদস্য করতে চান স্থানীয়রা৷
খোঁজ নিয়ে জানা যায়, মাতারবাড়িতে সরকারের মেগা প্রকল্পের কাজ চলমান হলেও জনবসতিপূর্ণ এলাকায় তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। পুরো মাতারবাড়ি বাসী এক কথায় অবহেলিত। এরকম নানান সীমাবদ্ধতার মাঝেও বিগত ৫ বছর সাধারণ মানুষদের পাশে দাড়িয়ে ইতিবাচক ভূমিকা রাখায় সচেষ্ট ছিলেন ছকুন তাজ বেগম৷
এই বিষয়ে ছকুন তাজ বেগম প্রতিবেদককে জানিয়েছেন, মাতারবাড়ির সবচেয়ে অবহেলিত এলাকা ১,২,৩ নং ওয়ার্ড। তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করার যথাসাধ্য চেষ্টা করেছেন। তারপরেও অনেক কাজ করতে পারেননি উর্ধতন কর্তৃপক্ষের বরাদ্দের সীমাবদ্ধতা থাকায়। এবার জনগণ নির্বাচিত করলে পূর্বের মত এলাকার স্বার্থে কাজ করে যাবেন।