দ্বীপ নিউজ ডেস্ক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মনোনয়ন প্রত্যাশী মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হাইদারের নির্বাচনী প্রচারণা শুরু।
শুক্রবার ৫-ই মার্চ জুমার নামাজের পর মাতারবাড়ীর সাবেক তিন চেয়ারম্যান স্থানীয় সিকদার পাড়ার কৃতি সন্তান মরহুম আলহাজ্ব সিদ্দিক আহমেদ চৌধুরী, মরহুম আলহাজ্ব আবুল হোছাইন চৌধুরী, মরহুম এম. আলতাফ উদ্দিন ও মরহুম মৌলানা জাফর আহমদ মজিদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে প্রায় ৫ শতাধিক মানুষের সমন্বয়ে একটি শোডাউন নিয়ে মাতারবাড়ীর স্থানীয় সিএনজি ষ্টেশন, পুরান বাজার এবং বাংলা বাজার হয়ে সাইরার ডেইল প্রদক্ষিণ করে মাতারবাড়ী সিএনজি ষ্টেশনে শেষ হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মনোনয়ন প্রত্যাশী মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হায়দার এক বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। দলের দুঃসময়ে অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার পারিবারিক সূত্র থেকে শুরু আমার রাজনীতির বর্তমান এই অবস্থান অনুযায়ী আমি আগামী নির্বাচনে নৌকা মনোনয়ন পাব বলে আশা করি। আশা করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে হতাশ করবে না। আমার দল আমাকে নিশ্চয় মূল্যায়ন করবে।
পরিশেষে তিনি মাতারবাড়ী বাসীর দোয়া এবং সমর্থন আশা করেন।