1. dwipnews24.info@gmail.com : এডমিন :
  2. editor@dwipnews24.com : Newsroom :
পর্দা উঠলো (এফ.সি.সি)'র আয়োজনে আন্তঃমাতারবাড়ী টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের | দ্বীপ নিউজ
September 24, 2022, 7:45 pm
শিরোনাম :
একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন মহেশখালীর এক গৃহবধূ ডাকাতির প্রস্তুতিকালে কুতুবজোম থেকে একাধিক জলদস্যু আটক মহেশখালীর শাপলাপুরে ইয়াবা সহ দুই যুবককে পুলিশে দিলো জনতা ইসলামিক জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ; গাজালি সভাপতি – মুনশি সাধারণ সম্পাদক মহেশখালীতে ৪০০ পিস ইয়াবা সহ কুতুবজোমের লুতু মিয়া থানা পুলিশের জালে বন্দী বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা মহেশখালীতে ওসির নেতৃত্বে গহীন পাহাড়ে অভিযান: বিপুল পরিমান মদ সহ আটক ২ কালারমারছড়া ৭নং ওয়ার্ড আ.লীগের কাউন্সিল সম্পন্ন; রশিদ – জমির নির্বাচিত মহেশখালীর শাপলাপুর ও কালারমারছড়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত হোয়ানকে স্কুলে যাওয়া হয়নি ৭ বছর বয়সী সিহামের; টমটমের চাপায় লাশ হয়ে ফিরল ঘরে

পর্দা উঠলো (এফ.সি.সি)’র আয়োজনে আন্তঃমাতারবাড়ী টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৮, ২০২২
  • 96 ভিউ
ছবি: দ্বীপ নিউজ টোয়েন্টিফোর।

নিজস্ব প্রতিবেদক:

বহুল আলোচিত মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের স্থানীয় পুরান বাজারস্থ ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (এফ.সি.সি)’র আয়োজনে মরহুম মাস্টার মোহাম্মদ আলী স্মৃতি আন্তঃমাতারবাড়ী টি২০ ক্রিকেট টূর্নামেন্ট ২০২২ ইং এর পর্দা উঠতে যাচ্ছে।

গতকাল সোমবার (৭ই ফেব্রুয়ারি) রাত ৯টায় ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (এফ.সি.সি) এর পুরান বাজারস্থ কার্যালয়ে ট্রপি উন্মোচন ও ড্র অনুষ্ঠানের মাধ্যমে ৩য় আসরের এই টূর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে।

ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (এফ.সি.সি) আয়োজনে উক্ত ট্রপি উন্মোচন অনুষ্ঠানে টূর্ণামেন্ট পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উক্ত টূর্নামেন্টের পৃষ্ঠপোষক, মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আল – কুদ্দুস মাহমুদ। আরো বক্তব্য রাখেন মাতারবাড়ী নাইট রাইডার্স যুব উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পরশে কান্তি শীল সহ উপস্থিত অতিথিবৃন্দ।

এছাড়া উক্ত ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলে টূর্নামেন্টটির পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক সহ সদস্য মাশেদুল ইসলাম সোহেল, সাইফুল ইসলাম, ফারুকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ছাদেক হোছাইন, আব্দুল হাদিস, অহিদুল ইসলাম শেখ নোমান, রিয়াদ মোহাম্মদ সাকিব। টূর্নামেন্ট পরিচালনায় অংশগ্রহণকারী স্পনসরদের মধ্যে রাশেদুল আমিন, মাশেক উল্লাহ হিরু, পরেশ কান্তি সহ টূর্নামেন্টে অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজ এবং দলীয় অধিনায়কগণ।

উল্লেখ্য যে, মাতারবাড়ীর ইতিহাসে ১৬ টি টিমের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে টূর্নামেন্ট পরিচালনায় দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (এফ.সি.সি)। আজকে ড্র অনুষ্ঠানের মাধ্যমেই নির্ধারিত হলো যাবতীয় খেলার সময়সূচি। আগামী ১২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় মাতারবাড়ী ৬নং ওয়ার্ড, হাজী ইসমাইল নুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা ওঠবে এই আসরের।

এব্যাপারে টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী আরফাত ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম যৌথ এক বিবৃতিতে জানায়, এফসিসি মাতারবাড়ীর স্থানীয় একটি সনামধন্য টিম। আমরা প্রতি বছর আমাদের পুরান বাজারের গুণীজনদের স্মরণ করতে এই ক্রিকেট টূর্নামেন্ট আয়োজন করে থাকি। নূন্যতম হিসাব করলেও ২৪০ এর চেয়ে অধিক ক্রিকেটার আমাদের টূর্নামেন্টটিতে খেলবে, স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের যাচাই-বাছাই করে ভালো পজিশন তৈরিতে এটি প্রতিবছর অবদান রেখে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!