দ্বীপ নিউজ ডেস্ক:
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের অধীনে জমির মালিকদের প্রত্যাশী সংস্থা (ড্রপ) কতৃক প্রতি চেকের বিপরীতে জনপ্রতি ২ লক্ষ ২০ হাজার টাকা পূণরায় চালু করার দাবিতে “নাগরিক ঐক্য মাতারবাড়ী” কতৃক আয়োজিত বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ শে ডিসেম্বর মহেশখালী উপজেলার মাতারবাড়ী সিএনজি ষ্টেশনে উক্ত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিশাল মানববন্ধনে উপস্থিত ছিলেন “নাগরিক ঐক্য মাতারবাড়ী” কমিঠি সভাপতি আলহাজ্ব বশির আহমদ, সাবেক ইউপি সদস্য এবং সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ কাউসার সিকদার সিনিয়র সহ-সভাপতি মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, মৌলানা আব্দু জাব্বার, মাতারবাড়ী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আজিজুল হক বাদশা, মোহাম্মদ আলম, আনছারুল করিম, মোহাম্মদ আব্দুল্লাহ, আলমগীর, মোহাম্মদ নুরুচ্ছফা, মোহাম্মদ আমির হোছাইন, মোহাম্মদ আলী, আজহারুল ইসলাম হোবাইব, আজহাব উদ্দীন রিয়াদ, নাজির হোছাইন, মোহাম্মদ গোলাম নাজের, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ আহসান উল্লাহ সহ ভূমিহারা স্থানীয় ভুক্তভোগী জনতা।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মহেশখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল কাদেরে সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
উক্ত মানববন্ধনে ‘ঐক্য পরিষদ মাতারবাড়ী’র সাধারণ সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ কাউসার সিকদার বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথায় সাড়া দিয়ে জমি দিয়েছি, তিনি আমাদের হরেক রকমের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু অধিগ্রহণকৃত জমি গুলোর চেকের বিপরীতে প্রত্যাশী সংস্থা (ড্রপ) কতৃক ২ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিপূরণ প্রায় ১৩০০ ভুক্তভোগীকে প্রদানের পর হঠাৎ উক্ত ক্ষতিপূরন দেওয়া বন্ধ করে দেয় কয়লাবিদ্যুৎ কতৃপক্ষ।
হঠাৎ বন্ধ করে দেওয়া এই ক্ষতিপূরণ পূণরায় চালুর লক্ষ্যে তিনি কক্সবাজার-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত সমাবেশে ঐক্য পরিষদ মাতারবাড়ীর সভাপতি সাবেক এমইউপি বশির আহমদ, উক্ত ক্ষতিপূরন পূণরায় চালু না করলে আগামী জানুয়ারিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া প্রত্যয় ব্যক্ত করেন।