নিউজ রুম:
কক্সবাজার পৌরসভারর মেয়র এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪ জন সহ মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ শনিবার ৩০শে মে সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব বা কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে, মেয়র মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪ জন সদস্যের নমুনা টেষ্টের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায় তা নিশ্চিত করেন।
মেয়র মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের ৪ জন গত ২৯ শে মে তাঁদের শরীরে নমুনা পরীক্ষা করতে দেন।
মেয়রের আগে কক্সবাজার পৌরসভার কক্সবাজার পৌরসভার ২ নং ও ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান এবং সালাহউদ্দিন সেতু করোনায় আক্রান্ত হন।
কক্সবাজার পৌরসভার মেয়র, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তাঁর পরিবারের ৪ জন আক্রান্ত এবং তাঁর সুস্থতার জন্য তিনি কক্সবাজার জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি জানান, আমি এবং আমার পরিবারের সদস্যরা জনসেবা করতে জনতার মাঝে থাকতে গিয়ে আজ করোনা আক্রান্ত হয়েছি।