দ্বীপ নিউজ ডেস্ক:-
মহেশখালী উপজেলার প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন-নগদ অর্থসহ গ্রাম পুলিশদের বাই সাইকেল বিতরণ করেন কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক।
আজ মঙ্গলবার,১৪ই জুলাই মহেশখালী উপজেলার চত্বরে ২০১৯-২০ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও গ্রামীণ জনসেবার মান উন্নয়নের আইনশৃংখলা সহায়তার লক্ষে গ্রাম পুলিশদের ৮ ইউনিয়নের ৬২ জনকে বাই সাইকেল তুলেন দেন মহেশখালী-কুতুবদিয়ার এই সাংসদ।
ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার এবং দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এই সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে।আগামীতে আমারা অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বাই সাইকেল দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।”
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার জামিরুল ইসলাম,মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস এবং পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সহ প্রমুখ।