নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধুকে অস্বীকার কারীর উত্তরসূরীরা আজ গলায় বঙ্গবন্ধুর প্রতিক নৌকা ঝুলিয়ে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলার সোনা খুজতে মরিয়া।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কাইছারুল ইসলাম কায়েসের ফেসবুক টার্মলাইন হতে সংগৃহীত..
আজ বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকতে এসে একটা বিষয় উপলব্ধি করতে পারছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন যারা বঙ্গবন্ধুর নেতৃত্বকে অস্বীকার করত, এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিরোধিতা করছিল। আজ তাদের উত্তরসূরীরা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর, কিছু নেতা নামধারী বেশ্যার হাত ধরে তাদের আশীর্বাদ নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বাধীনতার নেতৃত্ব দানকারী গৌরবময় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের পতাকাতলে এসে মুজিবকোট গায়ে জড়িয়ে বঙ্গবন্ধুর প্রতিক নৌকা গলায় ঝুলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সোনা খুজতে মরিয়া!
তাই পঁচাত্তরের দুঃসহ বেদনা বুকে নিয়ে, ২১ আগস্টের মৃত্যুপুরী পাড়ি দিয়ে আজকের নব্য বেনিয়াতন্ত্রে বন্দিনী একজন প্রধানমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বলতে হয় “একমাত্র শেখ হাসিনাকে ছাড়া আওয়ামীলীগের সবাইকে কেনা যায়”।